সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
খেলাধুলা

আয়রনম্যানে বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় মিশু বিশ্বাস

প্রতিবছর আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পারফরম্যান্সের ভিত্তিতে আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট র‍্যাংকিং প্রকাশ করে আয়রনম্যান কতৃপক্ষ। র‍্যাংকিং অনুযায়ী অ্যাথলেটদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এওয়ার্ডে ভূষিত করা হয়। চলতি বছরের ১১ জানুয়ারি আয়রনম্যান কতৃপক্ষ ইমেইলের মাধ্যমে অ্যাথলেটদের এই স্বীকৃতির বিষয়টি জানায়।

২০২৩ সালে মিশু বিশ্বাস অংশ নেন আয়রনম্যান ব্রাজিল, আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং আয়রনম্যান মালয়েশিয়ায়। তিনটি প্রতিযোগিতায় তার মোট অর্জিত পয়েন্ট ৭,১৪২। পয়েন্টের ভিত্তিতে বিশ্বব্যাপী অ্যাথলেটদের মধ্যে প্রথম ২ শতাংশ পান গোল্ড, পরবর্তী ৫ শতাংশ পান সিলভার এবং পরবর্তী ১০ শতাংশ পান ব্রোঞ্জ স্ট্যাটাস। সেই হিসেবেই সিলভার স্ট্যাটাস অর্জন করেন মিশু বিশ্বাস।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের অ্যাথলেটদের মধ্যে মিশু হন দ্বিতীয়। তালিকায় প্রথম স্থানে আছেন আরাফাত এবং তৃতীয় স্থানে আছেন আরিফুর রহমান।

এই অর্জন প্রসঙ্গে মিশু বিশ্বাস আজকের বিডিকে বলেন, “আয়রনম্যান সিলভার এওয়ার্ড পেয়ে সত্যি খুব ভালো লাগছে, একইসাথে আয়রনম্যান র‍্যাংকিংয়ে বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় হতে পারাটাও গর্বের। এই অর্জন আমাকে আগামীতে বাংলাদেশ ট্রায়াথলনের জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *