বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
অর্থনীতি-ব্যবসা

রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হল ” ইউসিআর ২৫কিমি দৌড়

গত ২৪ শে নভেম্বর রাজধানীর আফতাবনগরে আল্ট্র ক্যাম্প রানার্স আয়োজন করে ” ইউসিআর ২৫ কিমি ২০২৩ প্রতিযোগিতা “। সারাদেশ থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী ৫কিমি, ১০ কিমি ও ২৫কিমি এই তিনটি ক্যাটাগরিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় রেস অফিসিয়াল হিসেবে জুরি বোর্ডের প্রধান হিসেবে উপস্হিত ছিলেন ট্রায়াথলেট মিশু বিশ্বাস , জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন আরিফুর রহমান , সাকলায়েন রাসেল, ইমরান উর রহমান।

প্রতিযোগিতা শেষে মিশু বিশ্বাস বিজয়ীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ” শরীর সুস্থ রাখার জন্য সকলের দৌড়ানো উচিত। শুধু সুস্বাস্হ্যের জন্য নয়, তরুণ প্রজন্মকে দৌর, সাইক্লিং ও সাঁতারকে পেশা হিসেবে নেয়ার জন্য অনুপ্রানিত করেন। ”

আল্ট্রা ক্যাম্প রানার্স এর সিইও ও রেস ডিরেক্টর মুহাম্মদ মাসুম বলেন, ” আজকের ইভেন্টে প্রায় ১৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। দিন দিন দৌড় প্রতিযোগিতা আমাদের দেয়ে জনপ্রিয় হয়ে উঠছে । তরুণ প্রজন্মের অনেকেই এটাকে পেশা হিসেবে নিচ্ছে। আজকের ইভেন্টের সকল স্পন্সর এবং মিডিয়া পার্টনার যমুনা টিভিকে ধন্যবাদ। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *