ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড পেলেন দেশ সেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাস
নটরডেম কলেজ বিজনেজ ক্লাব কতৃক আয়োজিত ” বিজনেজ ফেস্ট বাংলাদেশ ২০২৩ ” অনুষ্ঠিত হয়েছে গত ১৭-১৮ নভেম্বর । সারাদেশের ৮০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ৩০০০ এর অধিক ছাত্র ছাত্রী এই জাতীয় বিজনেস ফেস্ট এ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিজনেস ডিবেট, ফটোগ্রাফি কম্পিটিশন, স্টিমুলেটিং অলিম্পিয়াড ও ম্যাগাজিন ডিসপ্লে সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার হেমন্ত পিযুশ রোজারিও এবং বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন দেশ সেরা ট্রায়াথলেট ও পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রায় ৪০০০ ছাত্র ছাত্রী দের সামনে মিশু বিশ্বাস এর আয়রনম্যান হওয়ার গল্প প্রেজেন্টেশন ডিসপ্লে করা হয়। কিভাবে তিনি কঠৌর পরিশ্রম ও সাধনার মাধ্যমে নিজে আন্তর্জাতিক লেভেলের এয়াথলেটে পরিণত করেছেন তা তুলে ধরেছেন। তিনি তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন এবং খেলাধূলার প্রতি আগ্রহ গড়ে তোলার জন্য বলেছেন। শুধু তাই ন খেলাধুলা কে পেশা হিসেবে নিয়ে কিভাবে দেশের অন্যতম সফল এ্যাথলেট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন সেটা ব্যাখ্যা করেছেন। এবারের আসরে তাকে “ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড ” তুলে দেয়া হয়। প্রধান অতিথ ফাদার হেমন্ত পিযুশ রোজারিও তাকে এই পুরস্কার তুলে দেন।
নটরডেম বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট শাগরিয়ার বলেন, ” আমরা প্রত্যেকবছর এই জাতীয় বিজনেস ফেস্ট প্রোগ্রামটি আমাদের ক্লাব এর পক্ষ হতে আৌজন করে থাকি। সারাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রতিবছর একজন কমার্শিয়ালি সফল কোনো ব্যাক্তিকে তরুণ প্রজন্মের আইকন হওয়ার জন্য এই “ইয়থ আইকন এওয়ার্ড” টি দেয়া হয়। এবছর দেশ সেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাস কে এই এওয়ার্ড টি তুলে দেয়া হয়েছে। তার আয়রনম্যান হওয়ার গল্প আমাদের অনুপ্রাণিত করেছে এবং খেলাকে পেশা হিসেবে নিয়ে কিভাবে সফল হওয়া যায় সেটা অনকোর জন্য অনুকরণীয় হবে “।
মিশু বিশ্বাস বলেন, ” এত হাজার হাজর তরুণের মাঝে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। তরুণদের আইকন হতে পেরে ভালো লাগছে, আমি চাই তরুণ প্রজন্ম খেলাকে পেশা হিসেবে নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলুক, তরুণ এগিয়ে বসলে ট্রায়াথলনে বাংলাদেশ সামনে আরো অনেকদূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।