মেরিনড্রাইভ আল্ট্রা ম্যারাথনে ব্রোঞ্জ জিতলেন মিশু বিশ্বাস
কক্সবাজার মেরিনড্রাইভে গত ১৭-১৮ জানুয়ারী অনুষ্ঠিত হল দেশের প্রথম জাতীয় আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতা। জাতীয় এ্যাথলেটিক ফেডারেশন, ট্রাভেলার অব্ বাংলাদেশ যৌথভাবে এই ইভেন্ট টি আয়োজন করে। মোট ৯৬ জন প্রতিযোগী ৫০ কিমি, ১০০ কিমিও ১৬১ কিমি এই তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের পক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেশের অন্যতম সেরা এন্ডুরেন্স এ্যাথলেট মিশু বিশ্বাস। তিনি ৫০ কিমি ক্যাটগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেন। এই ক্যাটাগরিতে ১ম ও ২য় হন সাজেদুল ইসলাম ও আরিফুর রহমান। এছাড়া ১০০ কিমি ক্যাটাগরিতে রাজেশ চাকমা এবং ১৬১ কিমি ক্যাটাগরিতে স্বর্ণ লাভ করেন মাহফুজুল হক।
মিশু বিশ্বাস ইতোপূর্বে সিংগাপুর হাফ ম্যারাথন ও থািল্যান্ড ম্যারাথনে অংশগ্রহণ করেন। ম্যারিন ড্রাইভ আলটা ২০২০ তার জাতীয় পর্যায়ে প্রথম পদক। তিনি দীর্ঘদিন ধরে ট্রায়াথলনের জন্য নিজেকে গড়ে তুলছেন ৷ আগামীবছর আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেস ডিরেক্টর আব্দুল্লাহ বলেন, ” আজকের এই ইভেন্ট দেশের প্রথম আল্ট্রম্যারাথন। সারদেশ থেকে প্রায় ১০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ্যাথলেটিক ফেডারেশনকে ধন্যবাদ আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য। আগামীতে এ্যাথলেটিক ফেডারেশনকে সাথে নিয়ে আমরা এই আয়োজন এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। “