বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
জাতীয়

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন ট্রায়াথলেট মিশু বিশ্বাস

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন ট্রায়াথলেট মিশু বিশ্বাস। প্রতি বছর সিভিল সার্ভিসের কর্মকর্তাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, খেলাধূলা ও প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এই বছর খেলাধূলায় বিশেষ অবদানের জন্য এই পদক পেয়েছেন ট্রায়াথলেট মিশু বিশ্বাস। আয়রনম্যান প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য ও আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশীপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য এবং বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক ও সাইক্লিং ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দেশের ট্রায়াথলন স্পোর্টস এ অগ্রণী ভূমিকার জন্য স্পোর্টস ক্যাটাগরিতে মিশু বিশ্বাসকে রাষ্ট্রপতি পুলিশ পদক ২০২৪ ভূষিত করা হয়। তিনি এর আগে ২০১৯ সালে ও খেলাধূলায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক এ ভূষিত হয়েছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারী রাজারবাগে পুলিশ সপ্তাহের প্যারেডে সালাম গ্রহণের পর নিজ হাতে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এই পদক সিভিল সার্ভিসের কর্মকর্তাদের জন্য খুবই সর্বোচ্চ সম্মানজনক পদবী হিসেবে বিবেচিত। কর্মকর্তারা এর জন্য আর্থিক সুবিধাও পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *