বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ

৪২ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় এবারের চ্যাম্পিয়ন আনসার

বঙ্গবন্ধু ৪২ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার এবারের আসর বসেছে বন্দর নগরী চট্রগ্রামে । গতকাল প্রতিযোগিতার শেষ দিনে আরো ৫টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার। ফলে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ১৯টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তাদের সাথে কঠিন লড়াই করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা ৭টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক সহ ১৬টি পদক নিয়ে রানার্স হয়েছে বিজিবি। তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদক সহ জিতেছে ১৭টি পদক। চতুর্থ স্হান অর্জন করা বাংলাদেশ পুলিশ ১ টি স্বর্ণ ও ২টি ব্রোন্জ পদক লাভ করে।

গতকাল ৮টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। যার মধ্যে সকালে রোড ইভেন্টের মহিলাদের ২৮ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের নিশি খাতুন স্বর্ন পদক লাভ করে। পুরুষদের ৫৬ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে বাংলাদেশে পুলিশের পক্ষে অংশগ্রহণ করে দেশের অন্যতম সেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাস স্বর্ণ পদক লাভ করে। এরপর বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় বন্দর স্টেডিয়ামে। সেখানে মহিলাদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে বিজিবির নিশি খাতুন স্বর্ন পদক লাভ করে। পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন স্বর্ণ পদক লাভ করে। মহিলাদের এমিনেশন রেসে বাংলাদেশ আনসারের চিংবাই মারমা স্বর্ণ পদক জয় করে। পুরুষদের এনিমিনেশন রেসে বিজিবির সিরাজুল ইসলাম স্বর্ন পদক লাভ করে। মহিলাদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। পুরুষদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। মহিলাদের ৫৬ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার। পুরুষদের ৮৪ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণ জিতেছে বিজিবি। মহিলাদের ১০০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসারের রিমা খাতুন। পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন। মহিলাদের ২০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল প্যারাশুট ইভেন্টে স্বর্ন জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর রিতা খাতুন। ৪০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল প্যারাশুট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আবদুল্লাহ।

গতকাল প্রতিযোগিতার শেষ দিনে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে শেষ পর্যন্ত পদক তালিকার নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রাতে সিজেকেএস কনভেনশন হলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।