বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ

নাভানার ব্র্যান্ড এম্বাসাডর হলেন আয়রনম্যান মিশু

নাভানা গ্রুপের ব্র্যান্ড এম্বাসেডর হলেন দেশের অন্যতম সেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাস। গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এ নাভানার কর্পোরেট অফিসে নাভানার ডিরেক্টর আরফাদুর রহমান এবং ট্রায়াথলেট মিশু একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন। আগামী ২ বছরের জন্য মিশু বিশ্বাস নাভানার এম্বাসাডর এর দায়িত্ব পালন করবেন।

এই বিষয়ে জানতে নাভানা গ্রুপের ডিরেক্টর আরফাদুর রহমান বলেন, ” মিশু বিগত কয়েকবছর ধরে দেশে বিদেশে আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনছে। আমরা মিশুকে নাভানা পরিবারের সাথে পেয়ে সত্যিই আনন্দিত। আমরা একত্রে দেশ ও দেশের মানুষের জন্য স্পোর্টসের মাধ্যমে ভালো কিছু করতে চাই। ”

মিশু প্রতিক্রিয়ায় বলেন, ” নাভানাকে সাথে পেয়ে আমি সত্যি আনন্দিত। বিগত ২ বছর ধরে নাভানা আমাকে স্পন্সর করছে। তাদের সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না। এখন এই পার্টনারশিপ এর মাধ্যমে বাংলাদেশের ট্রায়াথলন কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি ”

মিশু বিশ্বাস বিগত বছরগুলোতে ট্রায়াথলনের পরিচিত মুখ। তিনি ইতোমধ্যে আয়রনম্যান ৭০.৩ তুরস্ক ও আয়রনম্যান মালেশিয়া অংশগ্রহণ করে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশীপে কোয়ালিফাই করেছেন। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিত হবে এইবারের আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *