জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ
জামালপুরে বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা ছাত্রলীগের আয়োজনে অসহায়, দরিদ্র ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের চত্বরে তিন শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ইত্যাদি।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ তুনান, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিন আমিন সরকার, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ বাধন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।

